হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দেওয়ানবাগ দরবারে হামলা-ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে দেওয়ানবাগ দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দরবারের ভেতরে থাকা চারজন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে মদনপুর ও ধামগড় ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে হামলা চালায়। এ সময় ভাঙচুর করা হয় মাজার, স্থাপনা, দরবার ও তোরণ। আগুন ধরিয়ে দেওয়া হয় দরবারের ভেতরে থাকা ঘরগুলোতে। লুটপাট ও অগ্নিসংযোগের পর পালিয়ে যায় তারা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুরে হামলাস্থল পরিদর্শন করতে আসেন পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

মদনপুর এলাকার বাসিন্দা বাবলু বলেন, ‘ভন্ড পীর দেওয়ানবাগীর ওপর অনেক আগে থেকেই এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। সে মানুষের জমি দখল করে দরবার বানিয়েছে। আজকে সকালে এলাকার জনগণ একত্র হয়ে এই দরবার উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছে। তাকে এলাকা থেকে বিতাড়িত করব। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘স্থানীয় কিছু গ্রামবাসী ফজরের পরপরেই অতর্কিত হামলা চালায় দেওয়ানবাগে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর নেপথ্যে কোনো গোষ্ঠীর ইন্ধন আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা