সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহমানের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ হোসাইনের দীর্ঘদিন বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাত ৮টায় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর আব্দুর রহমান, তাঁর ছেলে ফুহাদ মিয়াসহ ৫ থেকে ৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোহাম্মদ হোসাইন ও তাঁর ছেলে নজরুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর স্থানীয়রা ফুহাদ মিয়া ও তাঁর মা ঊষা আক্তারকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে পুলিশের কাছে সোপর্দ করে।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মা ও ছেলেকে আটক করা হয়েছে।