হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নবগঠিত হেফাজত কমিটি প্রত্যাখ্যান, সাধারণ সম্পাদকের পদত্যাগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া মসজিদে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় আলেমদের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভা থেকে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়। 

মতবিনিময় সভায় উপস্থিত থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রত্যাখ্যান করলাম। নারায়ণগঞ্জবাসী এই কমিটি মানে না, মানতে পারে না। বিতর্কিত লোকদের নিয়ে এই কমিটি হতে পারে না।’ 

সভায় নবগঠিত হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া এ বি এম সিরাজুল মামুন তাঁর পদবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল আউয়ালকে মূল দায়িত্ব থেকে বাদ দেওয়া এবং শীর্ষস্থানীয় আলেমদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। একই সঙ্গে আমাকে না জানিয়ে এই পদ দেওয়া হয়েছে। তাই এই কমিটি ঘোষণার নিন্দা জানাই ও কমিটি প্রত্যাখ্যান করছি।’ 

এর আগে, ৪ অক্টোবর শহরের বাগে জান্নাত মসজিদে প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও মাওলানা মামুনুল হক। 

নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি মুফতি মনির হোসাই কাসেমী এবং সাধারণ সম্পাদক এ বি এম সিরাজুল মামুনকে নির্বাচিত করা হয়। মহানগর হেফাজতে ইসলামের কমিটিতে সভাপতি মুফতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহকে নির্বাচিত করা হয়। তবে কমিটি ঘোষণার পরদিন জেলা কমিটি থেকে সরে আসলেন সিরাজুল মামুন।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা