হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে নৌকার ক্যাম্পে আগুন: ১২ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশাররফ হোসেন, তাঁর সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ‘ক্যাম্পে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় এই মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনকালীন সহিংসতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে।’ 

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে এর জন্য নৌকার প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের দায়ী করে আসছে। 

মামলার বাদী আবদুল আউয়াল বলেন, রাতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার অনুসারী মোশাররফ হোসেনের নেতৃত্বে ক্যাম্পে আগুন দেয়। এতে ক্যাম্পে বেশ কিছু পোস্টার ও প্যান্ডেলের একাংশ পুড়ে গেছে। শুক্রবার মোশাররফ এলাকায় ঢুকে কোনো ঘটনা ঘটাবে এমন শঙ্কায় ছিলাম। সেটাই ঘটল রাতে। 

তবে শাহজাহান ভূঁইয়া দাবি করেন—এই ঘটনা নৌকার কর্মীরা ঘটিয়ে উল্টো তাদের নামে অভিযোগ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০