হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নেত্রীকে বিজয় উপহার দেব: আইভী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেবেন বলে জানিয়েছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ শনিবার বিকেলে শহরে জেলা ও মহানগর কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 

নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০১১-তে যখন নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করেছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উন্মুক্ত করে দিয়েছিল। আমরা একই দলের দুইজন নির্বাচন করেছিলাম। আপনারা তখন রায় দিয়েছিলেন আইভীর পক্ষে। এবারও আপনারা সকলে আমার পাশে থাকবেন। ইনশা আল্লাহ ১৬ জানুয়ারি আমরা প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেব।’ 

মেয়র আইভী বলেন, ‘২০১৬-তে প্রথম প্রতীকে নির্বাচন হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেন। তখন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সংগঠন আমাকে সহযোগিতা করেছিল। ফলে আমি ভোটে জয়লাভ করেছিলাম। এই শহরের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করেনি। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী জেলা। এই শহরের পাইকপাড়া ক্লাবেই আওয়ামী লীগের জন্ম। পরে ঢাকার রোজ গার্ডেনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আমি সেই ক্লাবটি সংরক্ষণ করেছি।’ 

আইভী আরও বলেন, ‘অনেকে জানেন না ’৮১ সালে প্রধানমন্ত্রী যখন দেশে আসেন তখন ঢাকার বাইরে প্রথম সংবর্ধনা দিয়েছিলেন আলী আহমদ চুনকা। তখন তাঁর হাতে আওয়ামী লীগের চাবি তুলে দিয়েছিল নেত্রী। আজকে আমি সকল আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য। ২০০৩-এ যখন আমি নারায়ণগঞ্জে ফিরে আসি অনেকে শহর ত্যাগ করেছিলেন। বিদেশে থেকেছেন দেশে ঢুকতে পারেনি। তখন এই আওয়ামী লীগের অনেকেই আমার পাশে দাঁড়িয়েছিলেন বলেই আমরা তখন জয় ছিনিয়ে আনতে পেরেছিলাম।’ 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা