হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পুকুর থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানার পুকুর থেকে সাইফ আহমেদ নামের এক নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার বস্তল এলাকার সিটি লুব অয়েল (মবিল) কারখানার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তালতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ফেরদৌস মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফ ব্রাহ্মণবাড়িয়া সদরের মুন্সেফপাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিনের ছেলে। তিনি (নাবিল সিকিউরিটি লিমিটেড) নামক একটি প্রতিষ্ঠানের অধীনে সোনারগাঁয়ে সিটি লুব অয়েল কারখানার নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সিটি লুব অয়েল কারখানার অন্য নিরাপত্তাকর্মীরা জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পরে এলাকার স্থানীয়দের সহায়তায় কারখানায় প্রবেশ করলে ভেতরে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।

জানতে চাইলে তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস মিয়া বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি করে কারখানার পাশের পুকুর থেকে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত