হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এমপি শামীম ওসমানের উঠান বৈঠকে ঢিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় নৌকা প্রতীকের উঠান বৈঠক। এতে শামীম ওসমানের বক্তব্যের সময় ঘটে এক বিপত্তি। কোথা থেকে ছোড়া দুটি ঢিল (পাথরের টুকরো) এসে পড়ে সেখানে। কিছুটা উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পরে জানা যায়, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছুড়েছে। পরে উপস্থিত সবাই শান্ত হন। 

ঘটনাটি ঘটেছে আজ সোমবার উপজেলার পিলকুনি পাঁচতলা এলাকায়। 

জানা যায়, আজ বিকেলে ফতুল্লার পিলকুনি পাঁচতলা এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক হয়। এতে যোগ দেন ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান এমপি। বৈঠকে তাঁর বক্তব্য চলাকালে বিপরীত দিকে থাকা বহুতল ভবনের ওপর থেকে পরপর দুটি ঢিল সেখানে এসে পড়ে।

একটি ঢিল লিপি বেগম নামে এক কর্মীর মাথায় ও অপরটি এক সংবাদকর্মীর গায়ে লাগে। ঢিলের আঘাতে মাথা ফেটে যায় লিপি বেগমের। সঙ্গে সঙ্গে শামীম ওসমান বক্তব্য থামিয়ে ওই নারীকে চিকিৎসা করানোর নির্দেশ দেন কর্মীদের। পরে তাঁকে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। এতে কিছুটা উত্তেজনা তৈরি হয়।

এ সময় শামীম ওসমান ক্ষুব্ধ হয়ে বলেন, ‘একটি নয়, দুটি ঢিল পড়েছে। কে এই কাজ করেছে তা বের হয়ে যাবে। আমি অনুরোধ করব, কারা এই কাজ করল তা যেন এলাকার মুরব্বিরা বের করেন। আমার বোন (নারী কর্মী) নির্বাচনী সভায় এসে আহত হয়েছেন। অনেক কষ্টে নিজের মেজাজ ঠান্ডা করছি।’ 

ঘটনার কিছুক্ষণ পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা শামীম ওসমান এমপিকে জানান, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছোড়ে। বিষয়টি জানতে পেরে উপস্থিত সবাই শান্ত হন।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা