হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সালিশি বৈঠকে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশি বৈঠক চলাকালে এসএসসি পরীক্ষার্থী জিহাদকে (১৭) ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তাকে বাঁচাতে বড় ভাই শফিউল্লাহ এগিয়ে গেলে তাঁকেও জখম করা হয়।

গতকাল বুধবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পূরের গাও এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। মামলা দায়েরের পর পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তাররা হল শিশির, সোহাগ, মোশাররফ, সফিউল্লাহ ও আলামিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মাস আগে জিহাদের সঙ্গে পাশের গ্রাম আঙ্গারজোড়া এলাকার শিশিরের ঝগড়া হয়। সেই ঝগড়া মীমাংসা করতে বুধবার রাতে একটি মাঠে সালিস বসান ইউনিয়ন পরিষদে (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু। সালিস চলাকালে শিশির ও তার চাচা সোহাগ মিলে জিহাদের ওপর হামলা করে। জিহাদের বড় ভাই শফিউল্লাহ এগিয়ে গেলে তাঁকেও আহত করা হয়। বর্তমানে জিহাদের অবস্থা গুরুতর।

ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, বাউল গানের অনুষ্ঠানে এই ঝগড়ার সূত্রপাত। সালিস বসিয়ে মীমাংসা করতে চাইলেও সমাধানের শেষ মুহূর্তে হামলার ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এই ঘটনায় জিহাদের মামা মনসুর মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট