হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ আদালতে আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল–ঘুষি মারেন বিএনপিপন্থী আইনজীবীরা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সোলাইমান হত্যা মামলার আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

এর আগে কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় আনিসুল হককে। মামলার শুনানি শেষে বের হওয়ার পথে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ আনিসুল হককে কিল-ঘুষি মারে। পরে পুলিশ দ্রুত নিরাপত্তাবেষ্টনী তৈরি করে তাঁকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায়।

বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হয়। এ ঘটনায় নিহত ছাত্রের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ নম্বর আসামি করা হয়েছে।

আজ এই মামলায় আনিসুল হককে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। মামলার শুনানি শেষে আনিসুল হকের চার দিনের রিমান্ড দেন আদালত।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদ্রাসাছাত্র মো. সোলাইমান নিহত হয়। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা