হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয় হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মসজিদের ইমামকে চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নানাখী পূর্বপাড়া মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেনকে এই হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে আজ শনিবার তিনি গ্রামের বাড়ি চলে গেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী (মালছ) এলাকার পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন পাশের একটি কক্ষে থাকেন। গতকাল শুক্রবার সকালে নিজের বিছানার ওপর হাতে লেখা একটি চিরকুট পান তিনি। তাতে লেখা রয়েছে, ‘এই জুমার নামাজের আগে চলে যাবি। রোববারে দেখলে লাশ পড়বে। কাউকে বলার চেষ্টা করলে মরবেন। খোদার কসম, না গেলে তুই শেষ। সোমবার আবার আসব।’

চিরকুটটি দেখার পর নিরাপত্তাহীনতায় ভোগেন মাওলানা মকবুল হোসেন। পরে আজ শনিবার সকালে এ বিষয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মসজিদের মুসল্লি ইব্রাহীম মিয়া বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারপরও নিরাপত্তাহীনতার কারণে ইমাম সাহেব আজ গ্রামের বাড়ি চলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে থানায় জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত