হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে কারখানার ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল কারখানার ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার ভুলতা ইউনিয়নের বিক্রমপুর স্টিল কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনকে ভোররাতের দিকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে বেল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

জানতে চাইলে কারখানার কর্মকর্তা আরিফ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে লোহা গলানোর সময় হঠাৎ ভাট্টির লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হন। দ্রুত তাঁদের উদ্ধার করে বার্ন ইউনিটে পাঠানো হয়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিক্রমপুর স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁরা তিনজনই এখন চিকিৎসাধীন। প্রতিষ্ঠানটির অবহেলা রয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা