হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি অভিযানে ৩১ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল মঙ্গলবার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লতুয়ামোড়া এলাকার দ্বীন ইসলাম (২৪)। আরেক অভিযানে গ্রেপ্তার হন বাঞ্ছারামপুরের শরিফপুর গ্রামের কুদ্দুছ মিয়া (৬৫), কসবার শিমরাইল এলাকার কুদ্দুছ (৪০), বরিশাল কাউনিয়ার সুমন হাওলাদার (৪০), আড়াইহাজারের বিশনন্দী কড়ইতলা এলাকার আবুল কালাম (৩৬) ও শরিফপুর এলাকার ইজ্জত আলী (৬০)।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু। তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে বিশনন্দী ফেরিঘাটে অভিযান চালানোর সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় দ্বীন ইসলামকে। এর কিছু সময় পরেই আরও পাঁচ ব্যক্তিকে সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের ব্যাগ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আড়াইহাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬