হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় গৃহবঁধূ নিহত, আহত স্বামী ও ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় সোনিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ও শিশু ছেলে।

আজ বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া উপজেলার ইদবারদী এলাকার রাসেল মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন, নিহতের স্বামী রাসেল মিয়া এবং ছেলে আবু বকর।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে কেরে ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পড়ে যান তাঁরা। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান সোনিয়া। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। 

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরেই পালিয়েছে চালক ও সহকারী। আহত বাবা ও ছেলে শঙ্কামুক্ত। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নিতে আবেদন করেছে। 

উল্লেখ্য, এর আগে সকাল ৮টার দিকে আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত