হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাকে বিয়ে করতে না পেরে সন্তানকে অপহরণ, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত এক কন্যাশিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর এএসপি সনদ বড়ুয়া। 

এর আগে গত রোববার ভোরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। র‍্যাবের দাবি, ভুক্তভোগী শিশুটির মাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় শিশুকে অপহরণ করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন—নাসিকের ৭ নম্বর ওয়ার্ডের মৃত কামাল হোসেনের ছেলে মাহবুব আলম পারভেজ (৪৬) ও কুমিল্লা জেলার সাইদ আহমেদের ছেলে শাকিল আহমেদ রুবেল (৪৩)। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারভেজের সঙ্গে আত্মীয়তার সুবাদে উভয়ের বাড়িতে যাতায়াত ছিল। সম্প্রতি শিশুটির মায়ের সঙ্গে তার বাবার সম্পর্কের অবনতি ঘটে। এই সুবাদে পারভেজ তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে শিশুটির মাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হন পারভেজ। 

গত ৬ অক্টোবর ভোরে পারভেজ ফোন করে শিশুটিকে ঘরের দরজা খুলতে বলেন। পূর্বপরিচিত হওয়ায় ফোন পেয়ে ঘরের দরজা খুলে দেয় শিশুটি। পরে তাকে কৌশলে বাসা থেকে বের করে প্রথমে পারভেজ তার নিজ বাসায় ও পরে কুমিল্লায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার র‍্যাব-১১ কার্যালয়ে অভিযোগ দায়ের করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট