হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ছিনতাইকারীদের হামলায় ভাসান মালতি (৫০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। সম্প্রতি তাঁকে ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছিল। 

আজ মঙ্গলবার ভোর ৬টায় ডাইলপট্টি এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক গোলাম মোস্তাফা তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত ভাসান মালতি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

নিহতের ছেলে রানা হাসান বলেন, ‘আমার বাবা মাত্র কয়েক দিন আগে এখানে নৈশপ্রহরীর চাকরি নিয়েছিলেন। পরিবারের অভাবের তাড়নায় এই চাকরি নিয়েছিলেন তিনি। কিন্তু ছিনতাইকারীরা আমার বাবাকেই আমাদের কাছ থেকে কেড়ে নিল।’ 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইকারীদের আঘাতে মাটিতে পড়ে গিয়ে তিনি হাতে থাকা বাঁশিতে জোরে জোরে ফুঁ দিতে থাকেন। এমন ঘটনায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানিয়েছেন, ছুরি দিয়ে তাঁর বুকে ও পিঠে আঘাত করা হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল করেছি। তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা