হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ন্যায়ের পক্ষে থাকাই জুলাই বিপ্লবের স্পিরিট: শিবির সভাপতি জাহিদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শিবিরের ইফতার মাহফিলে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের ভাই-বোনেরা যে রক্ত দিয়েছেন, সেটাকে প্রকৃত সফলতায় নিয়ে যাওয়ার জন্য জুলাই স্পিরিটের আলোচনা জারি রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো। এ জন্য আবারও জীবন দিতে হলে রক্ত দিতে হলেও আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, ন্যায়ের পক্ষে থাকব।’

গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও সাথিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি এসব কথা বলেন। শহরের মাসদাইর এলাকার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাইয়ের আরেকটা স্পিরিট ছিল আমরা মাজলুম। কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছি। আরেকটা পক্ষ বারবার জুলুম করেই যাচ্ছে। জালেম ও মাজলুমের মধ্যকার লড়াইয়ে আল্লাহর সাহায্য অবধারিত, সেটা জুলাইয়ের আন্দোলন প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া। আমাদের মতের ভিন্নতা ছিল, চিন্তার ভিন্নতা ছিল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’

জুলাইয়ের ক্রেডিট নিয়ে চলমান বিতর্কের বিষয় উল্লেখ করে শিবির সভাপতি বলেন, ‘আজকের এই দিনে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটকে ভুলে যাচ্ছি। ওই সময় যে মানসিকতা ছিল, কেন জানি সেটা থেকে সরে যাচ্ছি। দুনিয়ার প্রাপ্তির দিকে নজর চলে যাচ্ছে। ক্রেডিট নিয়ে একধরনের ডিবেট শুরু হয়ে গেছে। কে কার চেয়ে কত বেশি করেছি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মহানগর জামায়াতের আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ