হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ন্যায়ের পক্ষে থাকাই জুলাই বিপ্লবের স্পিরিট: শিবির সভাপতি জাহিদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শিবিরের ইফতার মাহফিলে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের ভাই-বোনেরা যে রক্ত দিয়েছেন, সেটাকে প্রকৃত সফলতায় নিয়ে যাওয়ার জন্য জুলাই স্পিরিটের আলোচনা জারি রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো। এ জন্য আবারও জীবন দিতে হলে রক্ত দিতে হলেও আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, ন্যায়ের পক্ষে থাকব।’

গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও সাথিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি এসব কথা বলেন। শহরের মাসদাইর এলাকার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাইয়ের আরেকটা স্পিরিট ছিল আমরা মাজলুম। কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছি। আরেকটা পক্ষ বারবার জুলুম করেই যাচ্ছে। জালেম ও মাজলুমের মধ্যকার লড়াইয়ে আল্লাহর সাহায্য অবধারিত, সেটা জুলাইয়ের আন্দোলন প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া। আমাদের মতের ভিন্নতা ছিল, চিন্তার ভিন্নতা ছিল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’

জুলাইয়ের ক্রেডিট নিয়ে চলমান বিতর্কের বিষয় উল্লেখ করে শিবির সভাপতি বলেন, ‘আজকের এই দিনে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটকে ভুলে যাচ্ছি। ওই সময় যে মানসিকতা ছিল, কেন জানি সেটা থেকে সরে যাচ্ছি। দুনিয়ার প্রাপ্তির দিকে নজর চলে যাচ্ছে। ক্রেডিট নিয়ে একধরনের ডিবেট শুরু হয়ে গেছে। কে কার চেয়ে কত বেশি করেছি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মহানগর জামায়াতের আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল