হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শেখ রাসেলের জন্মদিনে ত্বকী হত্যার বিচার চাইলেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘শেখ রাসেলের এই জন্মদিনে দাঁড়িয়ে দাবি করছি নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার করা হোক। এটা অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ড। এই শহরে এমন অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমরা সব হত্যার বিচার চাই। শেখ রাসেলকে আমরা আলোকিত করে রাখতে চাই। ইতিহাসের পাতায় তাদের স্থান হবে সর্বোচ্চ স্থান। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।’ 

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চারুকলা ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ রাসেলের ৫৯ তম জন্মদিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

মেয়র আইভী শেখ রাসেলের নামে পার্ক নির্মাণ প্রসঙ্গে বলেন, আমরা শেখ রাসেলকে স্মরণে রাখার জন্য পার্কের নামকরণ করেছি শেখ রাসেল। আমরা এই পার্ক করেছি ড্যাবের নকশা অনুযায়ী। নারায়ণগঞ্জ খেলাঘর মামলা করেছিল এখানে যেন পার্ক করা হয়। আমি রেলওয়েকে অনুরোধ করব আপনারা আসেন এবং পার্কটা দেখেন। আমরা রাসেলের জন্মদিনে দাঁড়িয়ে রেলমন্ত্রীকে অনুরোধ করছি আপনি শেখ রাসেল পার্কটি অনুমতি দিয়ে দেন। কারণ বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে এই পার্কটির অনুমোদন দেওয়া হয়েছে। আমি জানি না কি কারণে অনুমতি দিচ্ছেন না। আপনারা আমাদের এখানে এসে কথা বলেন, আমাদের পার্কটি দেখেন। তারপরে আপনাদের সিদ্ধান্তের কথা জানান। 

আইভী সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেন, শেখ রাসেল ও তার পরিবারকে যারা হত্যা করেছে আমরা তাদের প্রতি ঘৃণা জানাই। আমরা চাই না খুনিদের হাতে রাসেলের মতো আর কোনো বাচ্চা হত্যার শিকার হোক। নারায়ণগঞ্জ শহরে যত হত্যাকাণ্ড হয়েছে আমরা সেই হত্যার প্রতিবাদ জানাচ্ছি। শেখ রাসেল হত্যার যেমন বিচার হয়েছে, ঠিক তেমনি নারায়ণগঞ্জসহ সারা দেশে যত হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যার বিচার যেন মাননীয় প্রধানমন্ত্রী করেন। এই কারণে তার কাছে বিচার চাই, কারণ তিনি মানবতার মা। তার কাছে সবাই বিচার পায় বলেই আমরা তার কাছে দ্বারস্থ হই। তার কাছে আমাদের অনেক বেশি দাবি। 

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, কাউন্সিলর শাওন অংকন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ। 

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আইভী। 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা