হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

২৩ কোটি টাকার ‘অবৈধ সম্পদ’ নাসিক কাউন্সিলরের: দুদক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সাড়ে ২৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর মতিউর রহমান মতি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার আদালতে তাঁদের বিরুদ্ধে পৃথক চার্জশিট দাখিল করা হয়। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদকের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, কাউন্সিলর মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করার পর সম্পদের বিবরণ দিতে নোটিশ জারি করলে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর সেটি দাখিল করেন তিনি। সম্পদের বিবরণী অনুযায়ী, স্থাবর সম্পদের মূল্য ৫ কোটি ৬৫ লাখ ১ হাজার ২২৪ টাকা ও অস্থাবর সম্পদ ৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৮০৩ টাকাসহ মোট ৯ কোটি ৬২ লাখ ৪২ হাজার ২৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এর ঘোষণা দেন মতিউর। কিন্তু তদন্তকালে স্থাবর-অস্থাবর মিলিয়ে ১৫ কোটি ৩৩ লাখ ৮ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে গোপন করা সম্পদের পরিমাণ ৬ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৭৫৩ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে মতিউর রহমানের ৭৪ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ১১৪ টাকা জমা ও উত্তোলন করার তথ্য পাওয়া গেছে তদন্তে। 

অন্যদিকে মতিউর রহমানের স্ত্রী রোকেয়া রহমানের ৮ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৯১৯ টাকার সম্পদের কথা উল্লেখ করা হয় চার্জশিটে। এর মধ্যে গোপন করা সম্পদের পরিমাণ ২ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৩৩২ টাকা। এ ছাড়া তদন্তকালে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রক্রিয়ায় ১ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৯৪ টাকা জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এদিকে দীর্ঘদিন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন আলোচিত-সমালোচিত মতিউর রহমান। বাংলাদেশের বহুল আলোচিত সাত খুনের ঘটনা পর থেকেই হঠাৎ মতির টাকা উপার্জনের গতি বাড়ে। হয়ে ওঠেন অঢেল সম্পদের মালিক।
 
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মতিউর রহমান মতির বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় পত্রিকার শিরোনাম হন তিনি। কখনো তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর, আবার কখনো অকথ্য ভাষায় গালমন্দ করে খবরে আসেন। তাঁর আধিপত্য বিস্তারের শিকার হয়েছে নানা ব্যবসায়ীসহ জনসাধারণ।

আদমজী ইপিজেডে সিদ্ধিরগঞ্জ এলাকাটি শিল্প এলাকা হিসেবে দেশব্যাপী পরিচিত। এখানে অবস্থিত আদমজী ইপিজেডটিতে প্রায় ৫৬টি ফ্যাক্টরি রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এই ইপিজেডের অভ্যন্তরে মতিউর ও তাঁর সহযোগীদের আধিপত্য নিয়ে প্রায় সময়ই থানায় অভিযোগ যায়।

ইপিজেডের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়,  ইপিজেডের ফ্যাক্টরিগুলোর মধ্যে প্রায় ১৯টিতেই মতিউয়ের একক ব্যবসা রয়েছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত