নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের সমর্থনে শহর ও মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধ করা হয় মহাসড়কের সাইনবোর্ড ও মদনপুর এলাকা।
সকাল ১০টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি, শিবু মার্কেট, সস্তাপুর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা। সাড়ে ১০টা নাগাদ আন্দোলনকারীরা জেলা পরিষদ কার্যালয় ভাঙচুর করেন।
আন্দোলনকারীদের সবার হাতেই ছিল লাঠিসোঁটা। বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে রাখেন পুরো জমায়েতস্থল।
এদিকে গতকাল আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জে তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। দেখা মেলেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।