নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আড়াই ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।
আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে।’