হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ির চাপায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ির চাপায় এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওয়াহিদ হোসেন দিলীপ (৪২) সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মোসলে উদ্দিনের ছেলে। তিনি পেশায় টাইলস ব্যবসায়ী। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার আদমপুর বাজারে যাওয়ার পথে সাদা রঙের (নারায়ণগঞ্জ-ঠ-১১-০০২১) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের ব্যবহৃত সরকারি গাড়িটি দ্রুতগতিতে এসে ওয়াহিদকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা এসিল্যান্ড মো. ইব্রাহিম ও গাড়িচালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট’ লেখা ছিল। 

পরে দিলীপকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তিনি মারা যান। 

এ বিষয়ে জানতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সাদিপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসায় গভর্ণিংবডির আজ নির্বাচন ছিল। সেখানে দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এসিল্যান্ড মো. ইব্রাহিম, এসিল্যান্ড কার্যালয়ের প্রধান সহকারী দিপাল দেবনাথ ও কর্মচারী সোহানকে বহন করা গাড়িটি দ্রুত গতিতে এসে আমিনপুর এলাকায় রাস্তার পাশে থাকা টাইলস ব্যবসায়ী ওয়াহিদকে চাপা দেয়। 

নিহতের ভাতিজা যোবায়ের হোসেন জানান, তাঁর চাচা ওয়াহিদ হোসেন দিলীপ পৌরসভার কামাল ভূঁইয়া মার্কেটে টাইলস ব্যবসা করেন। আজ রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িত চালক নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন তিনি। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, নিহত পরিবারের সঙ্গে আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফিলতি ও নিয়ন্ত্রণ হারিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা গ্রহণ করা হবে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘এসিল্যান্ডের গাড়ির চালকের গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা