হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোন আটক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর ছোট বোনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম সুমি (৩০)। তিনি একই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। এই দম্পতির এক মেয়ে (১২) ও এক ছেলে (৩) রয়েছে। আর আটক সোহানা (২৪) সুমির ছোট বোন। 

আটক সোহানা পুলিশকে জানায়, ‘দুপুরে তাঁর বড় বোন বাসায় একা ছিলেন। বোনের মেয়ে ছিল স্কুলে। খাবার কিনে আনার জন্য বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর বাসায় গিয়ে দেখেন অজ্ঞাতনামা এক যুবক তাঁর বোনকে মারধর করে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বোনের স্বামী শহিদুলকে খবর দেওয়া হয়।’ 

সোহানার এমন বক্তব্য পাওয়ায় তাঁকে আটক করে ফতুল্লা থানা-পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘সোহানা থানায় খবর দেন। তাঁর বক্তব্যে বেশকিছু অসংলগ্ন কথা পেয়েছি। বিশেষ করে অজ্ঞাতনামা যুবকের উপস্থিতির কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ 

নিহতের স্বামী কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুমির স্বামী শহিদুল ইসলাম এই বিষয়ে আমাদের কিছুই জানায়নি। তাছাড়া এখন পর্যন্ত এজাহার দায়ের হয়নি থানায়। এই বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত