হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে সিটি গ্রুপের কারখানায় আগুন, ৩ শ্রমিক দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের একটি রাইস মিলে আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। আজ শনিবার দুপুরে উপজেলার রূপসী এলাকায় সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে বেলায়েত হোসেন (৬৫), একই এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. সিরাজ (৫০), মৃত সূর্যত আলীর ছেলে হযরত আলী (৪০)। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকেরা জানান, দুপুর দুইটার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে শ্রমিকদের দগ্ধ অবস্থায় দেখা যায়। তাঁদের উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতাল ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেলায়েত হোসেন ও মো. সিরাজের অবস্থা আশঙ্কাজনক বলে ইউএস বাংলা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে। 

এই ঘটনায় কাঞ্চন ও ডেমরা স্টেশনের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার শ্রমিকেরা প্রথমে বয়লার বিস্ফোরণের সন্দেহ করেন। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের বয়লারটি অক্ষত রয়েছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, রাইস মিলের ভেতরে একটি তুষের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। গোডাউনের পাশেই একটি ব্রয়লার ছিল তবে ব্রয়লারটি অক্ষত। বিকট শব্দের কথা তিনি নিজেও শুনেছেন তবে প্রাথমিকভাবে সেটার কারণ জানা যায়নি।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা