হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইব্রাহিম (৫৫) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনা ধামাচাপা দিতে শিশুর বাবা-মাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। তা ছাড়া স্থানীয় প্রভাবশালী একটি মহল ঘটনা ধামাচাপা দিতে আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে।

এসব জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযুক্ত ইব্রাহিমসহ জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী ইব্রাহিম তাঁর দোকানের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি একজন নারী দেখতে পেয়ে স্থানীয়দের জানান। শিশুটি সেখান থেকে বেরিয়ে তার বাবা-মাকে ঘটনা জানায়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কিছু ঘটনা মীমাংসাযোগ্য নয়। এর মধ্যে ধর্ষণের ঘটনা একটি। এ ঘটনায় মূল অভিযুক্তকে আইনের আওতায় আনার পাশাপাশি মীমাংসার চেষ্টাকারীরা সমান অপরাধী। তাদেরও আইনের মুখোমুখি করা হবে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত