হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁ থানার সাবেক ওসি-এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও উপপরিদর্শকের (এসআই) সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল। 

মামলার বাদী আনিসুর রহমান আলমগীর বলেন, ‘২০১৮ সালের ১১ নভেম্বর যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন, বাবুল ও আমাকে বাসা থেকে তুলে সোনারগাঁ নিয়ে যায়। সে সময় থানার সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক আমাদের নির্যাতন করে। একপর্যায়ে তারা স্বপনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়।

‘ঘটনার পর স্বপন আদালতে দুই পুলিশের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আমি সাক্ষী না দেই, সে জন্য আমার বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি দেয়। পরে আমি বাধ্য হয়ে তাদের দুজনের বিরুদ্ধে এই মামলা করি।’ 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মৃণাল কান্তি দত্ত বলেন, ‘২০২০ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এই মামলা করা হয়। মামলাটি আদালত জুডিশিয়াল তদন্তের জন্য পাঠান। তদন্তের প্রতিবেদন আসার পর আদালত মামলাটি আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। দেশের প্রচলিত আইনে কেউ আইনের ওপরে নয়—সেই বার্তা দেওয়ার জন্যই এই মামলা করা হয়।’

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার