নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ গ্রামে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার রাত ১২টায় এ হামলার ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
আহতরা বলেন, গতকাল রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামে সন্ত্রাসী নাসির বাহিনীর ৩০-৪০ জন প্রথমে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তাঁদের সামনেই আবারও সন্ত্রাসীরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এতে নারী ও শিশুসহ ১০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসি আরও বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।