হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধন মিয়া (২২) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ‘সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার শামীম (৪৬), আল আমিন (৩৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার রাসেল (৩৪)। 

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি শামীম হোসাইন। তিনি বলেন, কান্দারগাও গ্রামের ফয়জুল হকের ছেলে সাধন মিয়াকে ২০১৪ সালের ১৬ জুন হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা জয়তুন নেছা বাদী হয়ে মামলা দায়ের করেন। 

সাধনের বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হলে তাঁদের জবানবন্দিতে মোট চারজনের নাম উঠে আসে। অন্যরা হলো রাসেল ও মোহাম্মদ আলী। আসামিদের মধ্যে মোহাম্মদ আলী সন্ত্রাসী হামলায় নিহত হয়। বাকি তিন আসামিকে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছে আদালত। 

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘সাধন হত্যা মামলাটি সেসময় আলোচিত ছিল। সাধন নিজেও ২০১২ সালের একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। মূলত বন্ধুদের মধ্যে বিরোধ থেকেই হত্যাকাণ্ডের শিকার হন সাধন। মামলা দায়েরের প্রায় ১০ বছর আসামিদের অনুপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়েছে।’

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার