নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নিজ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাউন্সিলর সাদরিল নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সাদরিল নাশকতার মামলার আসামি। তাঁকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি। পরে নিম্ন আদলতে জামিনের আবেদন করলে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সাদরিল হেফাজতে ইসলামের হরতালে সহিংসতা ঘটনায় করা মামলার আসামি এবং এ মামলায় জামিনে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা হয়।