হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কাঁচপুরে টার্মিনালের কাজ উদ্বোধন করলেন মেয়র তাপস, ১৬ জেলায় চলবে বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের কাঁচপুরে ১২ বিঘা জমির ওপর ২৮ কোটি টাকা ব্যয়ে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থাটির নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন টার্মিনালটি আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুত করার কথা জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার সকালে কাঁচপুরে এই টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেন মেয়র তাপস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান, জেলা সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘১৯৮৪ সালে সায়েদাবাদের পর ঢাকায় আর কোনো বাস টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়নি। নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই ঢাকার বাইরে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এখান থেকে চট্টগ্রাম ও সিলেটের ১৬টি জেলায় গণপরিবহন চলাচল করবে। সায়েদাবাদে কেবল নগর পরিবহনের সেবায় থাকা বাস চলবে। দূর পাল্লার যাত্রীদের জন্য সায়েদাবাদ থেকে কাঁচপুর পর্যন্ত বাস সুবিধা থাকবে।

মেয়র আরও বলেন, ‘টার্মিনাল চালু হলে ঢাকায় যানজট কমে আসবে। ফিরবে পরিবহন শৃঙ্খলা। কাঁচপুর ছাড়াও হেমায়েতপুর, কামরাঙ্গীরচরে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে উত্তর ও দক্ষিণ সিটির। এরই অংশ হিসেবে আজকে কাঁচপুরে নির্মাণকাজের উদ্বোধন। আমাদের নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণে ২৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আশা করছি, ছয় মাসের মধ্যে টার্মিনাল বাস রাখার জন্য উপযোগী করে তোলা হবে।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান বলে, ‘ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের পাশে রয়েছি আমরা। ঢাকার যানজট নিরসনে মালিক সমিতি সিটি করপোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত