নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করলেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগও আছে তাঁর।
তৈমুর আলম বলেন, ‘প্রশাসন আমাদের বিরক্ত করছে। আমার লোকজনকে গ্রেপ্তার করছে। এর পরেও কর্মী-সমর্থকেরা মাঠে রয়েছে। তারা গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। গ্রেপ্তার হলেও আমরা নির্বাচনে থাকব। লক্ষাধিক ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব।’
আজ রোববার দুপুরে হাজীগঞ্জের আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এমনটাই জানান তৈমুর।
এ সময় ইভিএম সমস্যার কথাও জানান তিনি। সবশেষে সাংবাদিকদের সামনে কিছুটা কৌতুক করে তৈমুর বলেন, ‘মারবে এক জায়গায়, পড়বে (ভোট) অন্য জায়গায়।’ যদিও এ কথার কোনো ব্যাখ্যা দেননি তিনি।