হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ফতুল্লার পিলকুনি কবরস্থান সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম রাজু (১৭)। সে ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। ওই কিশোর পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

এর আগে গত ১২ মার্চ রাতে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাজু।

ইজিবাইক গ্যারেজ মালিক বাবুল হোসেন বলেন, ‘গত মঙ্গলবার রাতে তারাবি নামাজ শেষে ১০টার দিকে ইজিবাইক নিয়ে বের হয় বাবুল। বুধবার সকালে তার গ্যারেজে ফিরে আসার কথা। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়, বাসায় খোঁজ নিয়ে জানা যায় বাসায় ফেরেনি। বুধবার সারা দিন তার অপেক্ষায় থাকার পর রাতে থানায় গেলে বৃহস্পতিবার সকালে পুলিশ জিডি করার পরামর্শ দেয়। কিন্তু সকালে শুনলাম রাজুর মরদেহ পাওয়া গেছে।’

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে রাজুকে হত্যা করা হয়েছে। তাঁর ব্যবহৃত অটোরিকশা এখনো পাওয়া যায়নি। মরদেহটি ডোবায় দুদিন পরে থাকায় পচন ধরেছে। ফলে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট নয়। আমরা মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সাইফুল আরও বলেন, ‘সম্ভাব্য খুনিদের ধরতে আমাদের অভিযান চলছে। সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্র এই কাজ করে থাকতে পারে আমাদের ধারণা। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ