হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কামাল হত্যা মামলায় ছয় আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসা নিয়ে বিরোধের জেরে কামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী গুতিয়াব এলাকার মাহবুব রহমান (৫৫), সবুজ (৪২), শরীফ (৩০), পারভেজ (৩৬), আসাদুল্লাহ (৩৩), সাদ্দাম (৩৬)। তাঁদের মধ্যে শরীফ ও সাদ্দাম পলাতক রয়েছেন। বাকি চার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। 

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুর রহিম বলেন, রূপগঞ্জের গুতিয়াব এলাকার বাসিন্দা কামাল হোসেন জমির ব্যবসা করতেন। জমি বাবদ মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না নেন কামাল। কিন্তু জমি দিতে না পারায় সেই ৬০ হাজার টাকা ফেরত দেওয়া নিয়ে বিরোধ বাধে তাঁদের। ২০১৪ সালের ২৪ জুন মাহবুবসহ দণ্ডপ্রাপ্তরা কামাল হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় কামালের মা ছমিরন বেগম থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ও দুজন পলাতক ছিলেন। রায় ঘোষণার পর চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি