হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ট্রাকচাপায় কারখানা শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চাপায় জিয়া (৪৫) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পরপরেই স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে ট্রাক ও চালককে। আজ মঙ্গলবার বিকেলে ফতুল্লার ফাজিলপুর এলাকায় বনানী হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়া মুন্সিগঞ্জ জেলার সদর থানার সর্দার কান্দি গ্রামের হবি মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে ফতুল্লার রুপসী হাউজিংয়ে বসবাস করতেন।

অন্যদিকে আটক ট্রাক চালক আলী হোসেন (৩৪) ফতুল্লা রেলস্টেশন এলাকার সোবাহান মোল্লার ছেলে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে বনানী সিনেমা হলের সামনে রাস্তা পার হচ্ছিলেন জিয়া। এ সময় পঞ্চবটি থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তা ট্রাক ও চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত