হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আগুন সন্ত্রাসীদের হাত কেটে আগুনে ফেলতে হবে: না.গঞ্জের আ. লীগ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তফসিল ঘোষণার পর নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আগুন সন্ত্রাসীদের প্রতিরোধ ও গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ সময় আগুন সন্ত্রাসীদের হাত কেটে আগুনে ফেলে দেওয়ার নির্দেশনাও দেন তিনি। 

আজ বুধবার বিকেলে বন্দর খেয়াঘাট এলাকায় ‘বিএনপি–জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খোকন সাহা। 

খোকন সাহা বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নির্বাচনী প্রচারণায় নামব। দল যাকে প্রার্থী করবে তার পক্ষেই নামবেন। আর আগুন সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য ব্যাপকভাবে কাজ করবেন। ওদের ব্যাপক ভাবে প্রতিরোধ করতে হবে। পরিষ্কার কথা, গণধোলাই দিতে হবে। ওদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে। ওদের পাঠাব আফগানিস্তান আর পাকিস্তান।’

তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের কর্মীদের দিয়ে অপকর্ম করাচ্ছে। তারা বাসে আগুন দেন, ভিডিও করেন, তারপর লন্ডনে পাঠান। যারা আগুন সন্ত্রাস করবে, তাদের হাতেনাতে ধরে হাত কেটে সেই হাত আগুনে নিক্ষেপ করবেন। এরপর যা হওয়ার হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমে কেউ ক্ষতিগ্রস্ত হলে, আমরা তাদের পাশে থাকব। আমাদের নেতা শামীম ওসমান তাদের পাশে থাকবেন।’

একই অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, ‘ওদের দেশপ্রেম নেই। ওরা রাজপথে থাকে না। গোপনে হামলা করে। ওরা নাকি হরতাল–অবরোধ দিয়েছে। আমি নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঘুরেছি। আমি চেষ্টা করেছি ওদের দেখার। কিন্তু দুর্ভাগ্য, ওদের পাইনি। যারা ষড়যন্ত্র করে তাদের লিস্ট করতে হবে কর্মীদের মাধ্যমে। আগামী দিনে ওদের এই অঞ্চলে থাকতে দেওয়া হবে না।’

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্মসাধারণ সম্পাদক জিএম আরমান প্রমুখ।

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২