হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মামুনুল হকের ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে জেরা করা হয়।

জেরা শেষে আসামিপক্ষের আইনজীবী আরও এক দিন জেরা করার জন্য সময় আবেদন করলে আদালত আগামী ২৩ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করেছি। জেরায় তিনি অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আমরা তাঁকে আজ ৭০ থেকে ৮০টি প্রশ্ন করেছি। তিনি একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি। আমি জানি না, মনে নেই এই ধরনের উত্তর দিয়েছেন পুরো সময়ে। তাতেই স্পষ্ট হয় এটি গোঁজামিলপূর্ণ দায়সারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যা।’

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম ধীর গতিতে সম্পন্ন করতে বারবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছে। তারা তিনবার জেরা করার পরও আরও এক দিন সময় চেয়েছে। সাধারণত জেরা এক দিনই যথেষ্ট। মামলায় এখন পর্যন্ত যত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য এসেছে, তাতে সবই স্পষ্ট যে মামুনুল হক এই ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত।’

আজ মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। জেরা শেষে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল