হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গোলাম দস্তগীরকে প্রধান আসামি করে ২ মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার একটিতে ১৩৩ জন ও অপরটিতে ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাগুলোতে অজ্ঞাত রাখা হয়েছে আরও ১ হাজার জনকে। 

গতকাল বুধবার রাতে মো. জুয়েল মিয়া ও মো. কাজী আহমেদুল্লাহ আহাদ নামের দুই ব্যক্তি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক মামলা করেছেন। এ বিষয় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা-মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতা–কর্মীরা। 

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এবং সানারপাড় অংশে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এতে আহত হন মামলার বাদীরা। 

এ ছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে জেলার রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহত হয়। এই ঘটনায় ২০ আগস্ট নিহতের খালা রিনা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়।

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার