হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের হামলায় মনিরুজ্জামান মনু (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় তাঁকে নিজ বাড়িতে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক ফেসবুকে। 

নিহত মনিরুজ্জামান সিটি করপোরেশনের আওতাধীন বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার মৃত কামালুউদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মনুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মনু গাজীপুরে বসবাস করে। তবে গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে থাকা তার মামি মারা গেলে জানাজায় অংশ নিতে রাতে নারায়ণগঞ্জ আসে। জানাজা শেষে বন্দরের মুরাদপুর এলাকায় অবস্থান করে। বাড়িতে থাকার খবর পেয়ে শুক্রবার ১১টার দিকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এসে তাকে পিটিয়ে জখম করে। 

নিহত মনিরুজ্জামানের ছেলে মিনহাজ বলেন, ‘এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার বাবাকে ঘর থেকে টেনে বের করে। এরপর তারা বাবার শরীরে গুলি চালায় ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা তাকে নিথর অবস্থায় ফেলে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।’ 

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামানের পরিবারের আরও তিন সদস্য প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। তারা হলেন মনিরের ভাই নুরুজ্জামান নুরা, বাবুল আক্তার ও বড়বোন নিলুফা। এলাকায় সুবিধা করতে না পেরে কয়েক বছর ধরে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। 

ওসি গোলাম মোস্তফা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে একই এলাকার আরেকটি সন্ত্রাসী গ্রুপ। তাদের ধরতে আমাদের অভিযান চলছে।’

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০