হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

স্ত্রী ও মেয়েকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী ও মেয়েকে অ্যাসিডে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। 

আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব ১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় সংস্থাটির উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী। 

সম্মেলনে তিনি বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাঁচ মাস আগে খোকন মিয়ার সঙ্গে বিয়ে হয় মোর্শেদার। এটি মোর্শেদার দ্বিতীয় বিয়ে হলেও খোকন মিয়ার তৃতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকে মেয়ে মারিয়াকে তার নানার বাড়িতে রেখে আসতে চাপ দিচ্ছিলেন খোকন মিয়া। এতে মোর্শেদা রাজি না হওয়ায় অত্যাচার শুরু হয়। পরে তিন মাস আগে মোর্শেদা মায়ের কাছে চলে যায়। 

স্ত্রী চলে যাওয়ার ক্ষোভে গত ২৩ জুন রাতে খোকন মিয়া মোর্শেদার বাবার বাড়ির জানালা দিয়ে ঘুমন্ত মোর্শেদা ও তাঁর মেয়ে মারিয়ার শরীরে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে মোর্শেদার পা ও মেয়ে মারিয়ার মুখ ঝলসে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। 

ঘটনার পর ৪ জুন মামলা দায়ের হলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় খোকন মিয়াকে কুমিল্লা জেলার তিতাস থানার পুরান বাতাকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা