হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আড়াইহাজারে ভাড়া চাওয়ায় মৎস্যজীবী দলের নেতাকে পিটিয়ে হত্যা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন একই এলাকার মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার করা ওই দোকানের মালিক এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক।

এলাকাবাসী জানান, গত ৫ আগষ্টের পর আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার। আজ বেলা ১১টায় ভাড়ার বকেয়া ১০ হাজার টাকা চাইতে গেলে তোতা মেম্বার, তাঁর ছেলেসহ কয়েকজনের সঙ্গে জাহাঙ্গীরের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে তাঁকে মারধর করে গুরুতর আহত করেন তাঁরা। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘আমরা জানতে পেরেছি, গত ৫ আগস্টের পর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া সালমদী বাজারে জাহাঙ্গীরের কাছ থেকে বছরে ৩০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে তিনটি দোকান ভাড়া নেন।

আড়াইহাজারে ভাড়া চাওয়ায় মৎস্যজীবী দলের নেতাকে পিটিয়ে হত্যা। ছবি: আজকের পত্রিকা

‘এর একটি দোকানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপন করেন। অন্য দুটি দোকানের ভাড়া পরিশোধ করলেও যে দোকানে ইউনিয়ন বিএনপির কার্যালয় করা হয়, সেই দোকানের ভাড়া পরিশোধ করেননি তোতা মিয়া।’

ওসি আরও বলেন, ‘আজ বেলা ১১টার দিকে জাহাঙ্গীর হোসেন ভাড়া চাইতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মারধর করার ঘটনা ঘটে। তাঁকে হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল