হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা: আইভীর রিমান্ড আবেদনের শুনানি স্থগিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আজ সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদের এই দিন ধার্য করেন। এ সময় আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয়।

শুনানির সময় আইভীর আইনজীবীরা আদালতকে জানান, গত ২৩ মে হাইকোর্টে আইভীর জামিন আবেদন করা হয়েছে। এ সময় বিচারক জানিয়েছেন, হাইকোর্টে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যাবে না।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভী ১১ নম্বর আসামি। মামলার এজাহারে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ নাই। আমরা তাঁর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছি। বিচারক রিমান্ড আবেদন বিবেচনায় নিয়ে শুনানির জন্য আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শামীম ওসমান ও আইভীর নির্দেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হামলা চালানো হয়। এ সময় গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। এই মামলায় পুলিশ আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে। বিবাদীর আইনজীবীরা এর আগে হাইকোর্টে জামিন আবেদন করায় আদালত পরবর্তী শুনানি আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২