হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হাত পা-বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দোকানঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া কদমতলী ভান্ডারির পুল এলাকার একটি দোকানঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগে দোকানটি ভাড়া নেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরের দিকে দোকানঘরের ভেতর থেকে দুর্গন্ধ ও রক্ত বের হতে দেখে তাঁদের সন্দেহ তৈরি হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

দোকানমালিক ফখরুল ইসলাম জানান, ‘১ জুন তিনি এক ব্যক্তিকে দোকানটি ভাড়া দেন। তবে কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা ছবি সংগ্রহ করেননি। ভাড়াটের কাছ থেকে শুধু একটি মোবাইল নম্বর রাখা হয়েছিল। আমার ধারণ নেই, এই লোকটি কে বা তিনি কী করতেন। আমি শুধু তাঁর নম্বর রেখেছিলাম।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, দোকানঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের ধরতে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা