হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আইভীর জামিন আবেদন নাকচ, কারাগারে ডিভিশন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ডিভিশনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের বিষয়ে একমত হয়েছেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আদালত তাঁকে প্রতিমন্ত্রী মর্যাদায় কারাগারে ডিভিশন প্রদান করেছেন।’

আরেক আইনজীবী আওলাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইভী তাঁর নিজ বাড়িতে অবস্থান করেছেন। তিনি এই আন্দোলনের বিরুদ্ধে কখনই মাঠে নামেননি। যাঁরা নেমেছেন, প্রকাশ্যে গুলি চালিয়েছেন, সেই শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে সুযোগ করে দেওয়া হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে আইভীকে।

এর আগে শনিবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটির থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর বাসায় গেলে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে রাখে। পরে তাঁকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার