হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বালু ফেলে সরকারি খাল দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খালে বালু ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। পাঁচ দিন ধরে প্রকাশ্যে বালু ভরাট করলেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় লোকজন। 

সরেজমিনে জানা গেছে, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকায় সেতুর পাশে সরকারি খালে পাঁচ দিন ধরে মোগরাপাড়া-বারদী সড়কের পাশ ধরে বালু ভরাট করে দখল করছেন স্থানীয় বালু ব্যবসায়ী নুরুজ্জামান ওরফে নুরু মিয়া। স্থানীয়রা তাঁকে বাধা দিলে কাউকে তোয়াক্কা না করে স্থানীয় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমিন সরকারের ছত্রচ্ছায়ায় দেদারসে বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। খালটিতে বালু ভরাটের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বালু ব্যবসায়ী নুরুজ্জামান খাল ভরাটের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে আমি বালু ভরাটের কাজ উদ্বোধন করেছি। কাজ করতে গিয়ে সরকারি খালে বালু পড়েছে। সরকারের প্রয়োজন হলে আমি জায়গা ছেড়ে দেব।’ তবে এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছেন না। 

বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, ‘আমার কোনো ছত্রচ্ছায়ায় খাল দখল হচ্ছে না। কোনো অনিয়ম হলে আমি বিষয়টি প্রশাসনকে অবহিত করব।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘কোনোভাবেই সরকারি খাল দখল করতে দেওয়া হবে না। অতি শিগগিরই সেখানে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা