হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৪ দফা দাবিতে ছাত্র সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ চার দফা দাবিতে নারায়ণগঞ্জ শহরে ছাত্র সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মুন্নি সরদার সমাবেশে সভাপতিত্ব করেন। জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ চিত্রা ঘোষের সঞ্চালনায় সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, শিক্ষা উপকরণ ও নিত্যপণ্যের দাম কমানো, ভর্তি-বাণিজ্য বন্ধ এবং নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। 

তারা আরও বলেন, দেশজুড়ে সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট, মানবাধিকারকর্মীসহ জনগণের কণ্ঠরোধ করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গ্রেপ্তার, হয়রানি ও ভীতি প্রদর্শন করছে। সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং শিক্ষার্থীদের এ মামলায় আসামি করা হচ্ছে। এই আইনে অধিকাংশ মামলার বাদীরা ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। সরকার মানুষের কথা বলার অধিকার হরণের আয়োজনে নেমেছে। 

নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানিয়ে ছাত্রনেতারা বলেন, শিক্ষা উপকরণের দাম ছাত্রদের নাগালের বাইরে চলে গেছে। অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। 

সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র ইউনিয়ন শহর সভাপতি ইফাত ইমতিয়াজ অয়ন্ত, জেলা ইউনিয়নের স্কুলবিষয়ক সম্পাদক আবির হোসেন, ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক নাছিমা সরদার, ছাত্র ইউনিয়নের সদস্য তিলোত্তমা ইতি প্রমুখ।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা