হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে (১১) সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় খালাস পেয়েছে আরও তিনজন। রায়ে উভয়কে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রূপগঞ্জের বরপা বাগানবাড়ি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মিশন (৩৮) এবং একই এলাকার রফিক মিল্কীর ছেলে রুবেল মিল্কী (২৮)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি রূপগঞ্জের বরপা এলাকায় শিশুটিকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। শিশুটি বাড়ি ফিরে বাবা মাকে জানায়। শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। এই ঘটনা মেনে নিতে না পেরে পরবর্তীতে শিশুটি আত্মহত্যা করে। মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে দুজনকে যাবজ্জীবন ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা