হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভোটের আগের দিন নারায়ণগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের তৃণমূল বিএনপির পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয় ভোট বর্জন করেছেন। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন প্রার্থী নিজেই। নির্বাচন বর্জনের পেছনে প্রশাসনের সহায়তা না পাওয়া ও স্থানীয় এমপির হুমকিকে দায়ী করেছেন।

আবু হানিফ হৃদয় নারায়ণগঞ্জ-২ এবং ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করছেন। নারায়ণগঞ্জ-২ আসনে তিনি তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেন। এই আসন থেকে সরে দাঁড়ালেও তিনি ঢাকা-৫ আসনে নির্বাচন চালিয়ে যাবেন।

লিখিত বক্তব্যে আবু হানিফ হৃদয় বলেন, ‘আড়াইহাজারে সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি আমাকে চরিত্রহরণ, গালিসহ বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি দেখিয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেও নিরাপত্তা বিষয় নিয়ে কোনো সহযোগিতা পাইনি।’

আগামীকাল নির্বাচন, ‘অথচ আমার নিজ গ্রামে আমার ভোটাররা ভীত। তাঁরা কেউ এজেন্ট হতে আগ্রহী হচ্ছে না ভয়ের কারণে। এমপির কৌশলগত ভয় ছড়ানোর কারণে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। এমন অবস্থায় এই আসনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছি না। তাই আজ সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে এ আসনের নির্বাচন বর্জন করলাম।’

এ বিষয়ে আবু হানিফ বলেন, ‘আমি ইসিতে অভিযোগ করে সুরাহা পাইনি। অথচ এমপি বাবু তার বক্তব্যে বলেছেন, ‘‘কেউ কেউ পোস্টার টানিয়ে নেতা হতে চায়। আমাকে যেন নারীরা ঝাড়ু ও জুতাপেটা করে।’’ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তা ছাড়া নির্বাচনের পরিবেশও অনুকূলে নেই। তাই প্রধান নির্বাচন কমিশন বরাবর নির্বাচন বর্জনের চিঠি পাঠিয়েছি।’

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল