হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ডাকাতের ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতের ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নৈশপ্রহরীর নাম জয়নাল উদ্দিন (৬০)। তিনি বন্দরের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে একই এলাকার একটি নির্মাণাধীন তিন তালা ভবনের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রহরীর মৃত্যুর বিষয়টি ঢামেক থেকে অবগত করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত।’

স্থানীয় লোকজন জানান, নির্মাণাধীন বাড়িটি ব্যাংক কর্মকর্তা রাসেল মিয়ার। ভবনের নির্মাণ সামগ্রীর নিরাপত্তার জন্য নৈশপ্রহরী হিসেবে জয়নাল উদ্দিনকে (৬০) দায়িত্ব দেওয়া হয়। তিনি গত ৩-৪ মাস ধরে দায়িত্ব পালন করছিলেন। গত শুক্রবার রাত ২টার দিকে ডাকাত প্রবেশ করলে জয়নাল বাধা দেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে ডাকাতরা পালিয়ে যায়।

পথচারীরা নৈশপ্রহরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে ঢামেকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির দুদিন পর আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ভবন মালিক রাসেল মিয়া বলেন, ‘হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে মারা গেছেন জয়নাল উদ্দিন। আমার ভবনের নির্মাণসামগ্রী পাহারার জন্য তাঁকে দায়িত্ব দিয়েছিলাম। ডাকাতরা কিছু নিতে না পেরে তাঁকে মেরে ফেলল।’

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ