হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দিনের বেলায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানার দুই কর্মকর্তা ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

আজ রোববার (১৫ জুন) নাসিকের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল নতুন সড়কের ডিএনডি পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের জেনারেলের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আদমজী ইপিজেডের ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের অ্যাকাউন্টস অফিসার মো. নুরুল ইসলাম (৬২) ও আরেক কর্মকর্তা নাজমুল হাসান হীরাঝিল এলাকার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শিমরাইল শাখা থেকে তাঁদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা তুলে অফিসের উদ্দেশে যাচ্ছিলেন।

তাঁরা রিকশার জন্য সামান্য পথ এগিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে আচমকা সাদা রঙের একটি প্রাইভেট কারে এসে অজ্ঞাত ছিনতাইকারীরা তাঁদের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এরপর তাৎক্ষণিক গাড়িটি পালিয়ে যায়। গাড়িটির গতি থাকায় তাঁরা প্লেট নম্বরটি দেখতে পারেননি।

এ বিষয়ে ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানটির হিসাব শাখার কর্মকর্তাসহ দুজন ব্যক্তি ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে আদমজী ইপিজেডের দিকে আসছিলেন। এ সময় হীরাঝিলের নতুন রাস্তার মাথায় অজ্ঞাতনামা একটি প্রাইভেট কারে করে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে চলে যায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, ‘তদন্তের দায়িত্ববার অন্য অফিসারের কাছে। আমিও তার সঙ্গে ঘটনাস্থলে এসেছি। আমরা সিসিটিভির ফুটেজ দেখার চেষ্টা করছি।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট