হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা, থানায় ভাশুরের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রবিউল হাসান আবির। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাশুর রবিউল হাসান আবির (৩০)। আজ রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মসমর্পণের পর রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

নিহত গৃহবধূর নাম নাদিয়া আক্তার লিনা (২৫)। তিনি ময়মনসিংহ জেলার কানারামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে।

অভিযুক্ত রবিউল হাসান আবির কুশিয়ারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নাদিয়া আক্তারের স্বামী রাসেল বেশ কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নেন তাঁর বড় ভাই রবিউল হাসানের নামে। তবে ঋণ পরিশোধ করতে না পেরে আত্মগোপনে চলে যান রাসেল। অন্যদিকে টাকা পরিশোধে চাপ দেওয়া হয় রবিউলকে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াবিবাদ চলছিল। আজ সকালে কলহের একপর্যায়ে চাকু দিয়ে নাদিয়াকে আঘাত করেন রবিউল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘আজ সকালে রবিউল তাঁর ছোট ভাইয়ের বউ নাদিয়া আক্তারকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেছেন। পরে রবিউল থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা