হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে কেউ দগ্ধ না হলেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ কর্নগোপ এলাকায় এই ঘটনা ঘটে। সোহাগ পরিবহনের ওই বাসটিতে ব্রাহ্মণবাড়িয়াগামী ৪২ জন যাত্রী ছিলেন। আগুনের খবর পেয়ে সড়কের পাশে অবস্থিত এসএফ টেক্সটাইলের অগ্নি নির্বাপণ কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বাসের যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১২টায় ঢাকার কমলাপুর থেকে সোহাগ পরিবহনের বাসটি যাত্রা শুরু করে। দুপুর ১টার দিকে রূপগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির ভেতর আগুন ধরে যায়। দ্রুত যাত্রীরা জানালা ভেঙে এবং গেট দিয়ে নামতে শুরু করেন। 

যাত্রীরা নামতে না নামতেই পুরো বাসে আগুন ধরে যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তারা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়ে ফিরে যান। 

এসএফ টেক্সটাইলের কর্মকর্তা ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার পাশে সোহাগ পরিবহনের বাস আগুনে জ্বলতে দেখে দ্রুত আমাদের নিজস্ব দমকল কর্মীদের পাঠাই। তারা ত্রিশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।’ 

এদিকে বাসে আগুনের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দুপুর ৩টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। 

এই বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল করিম বলেন, আগুনে পুড়ে যাওয়া বাসটি সড়কের এক পাশে রাখা হয়েছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত চলছে।

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ